ইয়ারব হোসেনঃ অপহরণের কয়েক ঘন্টা পর অপহৃতকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত ৪ জন অপহরণকারী গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে খুলনা থেকে উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান, আবু সাঈদ রাজার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল গ্রেফতারকৃদের সঙ্গে। এ ঘটনার জের ধরে শুক্রবার বেলা ১২ টার দিকে পাটকেলঘাটা বাজার থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা পুলিশ জানার সাথে সাথে
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম(বার) এর নির্দেশ পেয়ে অভিযানে নামে। শুক্রবার রাতে খুলনা থেকে অপহৃত রাজাকে উদ্ধার করা হয়। পাটকেলঘাটা থানার পরিদর্শক(তদন্ত) মোঃ জেল্লাল হোসেন ও এসআই প্রদ্যুৎ গোলদার এবং সংগীয় ফোর্স উক্ত আসামীদের গ্রেফতার করেন। আসামী খুলনার মিয়াবাড়ি এলাকার জেসমিন মাহমুদ (৫০), মোঃ আজিজুল ইসলাম (৩০), জহিরুল ইসলাম রানা (৪৫), শাহানুর রহমান স্বপন (৩৮), সবাই কে খুলনা থেকে গ্রেফতার করেন।

