সমাজের আলো: পাটকেলঘাটার এমবিবিএস ডাক্তার বরকতউল্লাহ’র বড় ছেলে ইঞ্জিঃ খালিদ সাইফুল্লাহ কাজের মেয়ে রাণী (১৩) কে ব্যাপক নির্যাতন চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে একটি হাত। ঈদের দিন দুপুর বেলা ঘরের দরজা খুলতে দেরি করায় পাটকেলঘাটা বাজারে এ ঘটনা ঘটে। তার শরীরে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হলে ডাক্তার হাত ভেঙ্গে গেছে বলে নিশ্চিত করেছে। অভিযোগ পাটকেঘাটার ডাক্তারের ছেলে খালিদ সাইফুল্লাহ ও তার স্ত্রী লাবণী প্রায় শিশুটিকে শারিরিক নির্যাতন চালিয়ে আসছিল।
ঈদের দিন দুপুরে সে ঘর পরিষ্কার করছিল। এ সময় দরজায় ধাক্কা দেন সাইফুল্লাহ। দরজা খুলতে দেরি হওয়ায় তার উপর নির্যাতন চালায়।
ডাঃ বরকত ও তার স্ত্রী জানান, তার ছেলের কাছে অসহায়। ছোট বেলায় শিশু মেয়েটির বাড়ি যশোর খেদাপাড়ায়। রাণীর জন্মের সময় তার মা মারা যায়। এ সময় তারা মেয়েটিকে তিনি ও তার স্ত্রী নিজের বাড়িতে এনে নিজের মেয়ের মতোই মানুষ করে। মেয়েটির পাশে দাড়ানোর মতো কিংবা কোথাও জিডি বা বিচার চাওয়ার মতো কেউ নাই। বর্তমানে মেয়েটি সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছে। সাইফুল্লাহর বিরুদ্ধে তার পিতা মাতাও অবস্থান নিতে পারছে না। তিনি জানান আজকে তার অপরাধ সে এতিম। একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে পারে এমন নরপিশাচের মতো অত্যাচার করেছে।
পাটকেলঘাটা থানার ওসি জানান ইতিমধ্যে নির্যাতনের শিকার মেয়েটির সঙ্গে পুলিশ কথা বলেছেন। অভিযোগ দেবেন। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
