শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়ত সমর্থিত নাশকতা মামলার ৪ নেতাকর্মীকে রবিবার রাতে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, খলিশখালী মঙ্গলা
নন্দকাটি গ্রামের মোক্তার আলী দফাদারের ছেলে কালাম দফাদার,
গনেশপুর এলাকার জাকের সরদারের ছেলে মোঃরেজাউল করিম ,
কুমিরা ইউনিয়নের মনোহারপুর এলাকার মৃত ইনছার আলী বিশ্বাসের ছেলে আবুল হাসান,
ধানদিয়া ইউনিয়নের শানতলা গ্রামের মৃত আকরাম আলী শেখের ছেলে আজগর আলী শেখ।তারা পাটকেলঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে তারা সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। পাটকেলঘাটার বিভিন্ন অঞ্চল থেকে রবিবার দিন গত রাতে তাদের আটক করা হয় ।সোমবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
