শাহীন বিশ্বাস পাটকেলঘাটার প্রতিনিধিঃ পাটকেলঘাটায় খাদিজা খাতুন (১৯)নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সোমবার ১৮ই এপ্রিল সকাল ১১টার দিকে সে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দাবি নিহতের স্বজনদের। নিহত খাদিজা খাতুন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের সোহরাব হোসেনের মেয়ে এবং কুমিরা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচ এসসি পাশ ছিল ।
তরকারি রান্না করা নিয়ে মা মেয়েকে বকাবকি করে তারপর সে অভিমানে ঘরে চলে যায়, অনেক সময় তার সাড়া না পেয়ে মা ঘরে গিয়ে ঘুলন্ত দেহ দেখতে পাই নিহতের মা মর্জিনা বেগম জানান।এরপর ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

