পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশ উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে থানার বিট পুলিশিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সকাল ১১টায় স্থানীয় বাজার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা- পাটকেলঘাটা) হুমায়ুন কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক বাবলুর রহমান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, বিট পুলিশিং কর্মকর্তা এসআই জয় বালা প্রমুখ।
