আজহারুল ইসলাম সাদীঃ পাটকেলঘাটার বাইগুনি গ্রামে জমীজমা সংক্রান্তে বিবাদে দুই নারীকে বেদম প্রহৃারের অভিযোগ উঠেছে।

জানা গেছে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মৃত্যু পূর্ণ চন্দ্র সরদার এর ছেলে নিহার চন্দ্র সরদার (৫০) ও তার দুই ছেলে কিনা চন্দ্র সরদার (৩০) ও গিনু চন্দ্র সরদার (২৮) জমীর সীমানা নির্ধরণকে কেন্দ্র করে পরেশ চন্দ্র সরদার এর স্ত্রী কৃষ্ণা সরদার (২৬) কে প্রথমে প্রহৃার করে, এবং তার গলায় থাকা ১ ভরি ৩ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এসময় তার বৃদ্ধ শ্বাশুড়ি, চিত্তরঞ্জন সরদার এর স্ত্রী সুমিত্রা সরদার (৬৫) এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষরা বুকে কিল ঘুষি মেরে মারাত্মক আহত করেন।

মারাত্মক আহত হয়ে তারা প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার মধু বাবু এর কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে, রোববার (১২ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এব্যাপারে ১১ জুলাই পরেশ সরদার বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিষয় টি নিশ্চিত করে বলেন আসামি দ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *