সমাজের আলো : পাটকেলঘাটার কুমিরা-কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া গ্রামের দাইপাড়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এখলাস মন্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের পোপালপুরে। তিনি পেশায় তরকারি ব্যবসায়ী। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে।থানা সূত্রে জানা গেছে, এখরাস মন্ডল প্রতিদিনের মতো ইঞ্জিনভ্যানে তরকারি নিয়ে সাতক্ষীরায় বিক্রির জন্য আসছিলেন। পথিমধ্যে রাঢ়ীপাড়ায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটিতে ত্রুটি দেখা দেয়। সেটা রাস্তার ওপরে রেখে মেরামত করার সময় পাটকেলঘাটা থেকে কেশবপুরগামী একটি ট্রাক সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে এখলাস ঘটনাস্থলে নিহত হন।খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সকালে নিহতের পরিবার খবর পেয়ে থানা থেকে মরদেহ গ্রহণ করেছে।

