শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি:
তালা উপজেলার পাটকেলঘাটার থানার চোমরখালী যুবসঙ্গের আয়োজনে চোমরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিয্যবাহী দড়াটানা খেলা অনুষ্টিঠ হয়।
ঈদের তৃতীয় দিন শনিবার বিকাল ৪টায়
চোমরখালী যুবসঙ্গের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে মাসুদ রানার পরিচালনায়। ১৬ দলীয় নকআউট দড়াদানা খেলায় তৈলকূপী যুগী পুকুর বনাম চোমরখালী একাদশের মধ্যকার খেলাটির চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।
তৈলকপি যুগীপুকুর সমন্বয়ে গঠিত আকবার চাচার দল। চ্যাম্পিয়নশিপ অর্জনকারী খেলোয়াড়রা হলেন।
রায়হান হোসাইন একরামুল, সিরাজুল ইসলাম, পারভেজ হোসেন, বাবুর আলী, আহাদ বাবু,সহ আরো অনেকে, এসময় বিভিন্ন এলাকা থেকে খেলায় অংশ গ্রহণ করা ১৬ দলের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
দূরদূরান্ত থেকে খেলাটি এক নজর দেখার জন্য শত শত দর্শনার্থীর ভিড় জমায়।
