সাতক্ষীরা প্রতিনিধিঃ পাটকেলঘাটা বাজারের ছিদ্দিকিয়া মাদ্রাসা পাশে ভাড়া বাসা থেকে গ্রিল গেটে পাটকেলঘাটা থানার এস আই লিটন শেখের বাইক সহ ৩ মটর সাইকেল চুরি করেছে চোর চক্র।
এ সময় চোরেরা আশপাশের সকল সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভাড়াটিয়া তারিকুল ইসলাম জানান প্রতিদিনের মত আমরা নিজতালায় গাড়ী রেখে উপরে ঘুমাই । নিচে কেউ থাকে না এইসুবাদে রাতের কোন এক সময় চোরেরা গেটের তালা ভেঙ্গে পাটকেলঘাটা থানার এসআই লিটন দাসের পালসার মোটর সাইকেল আমার টিভিএস, ও অপর ভাড়াটিয়া নাসির উদ্দীনের ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। ফজরের আজানের সময় নামাজ পড়তে উঠলে বিষয়টা নজরে আসে ঘুম থেকে এ সময় সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙ্গে চোরেরা আলমারী ভেঙ্গে কাগজপত্র তছনছ করে, বাস্কে থাকা সামান্য টাকা, একটি ব্যাটারী,মাউস নিয়ে যায়।

