সমাজের আলো : পাটকেলঘাটা আমতলা ডাঙ্গা গ্রামে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার সকাল ১০টার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা সুকৌশলে সুযোগ বুঝে গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।এসময় বাক্সের তালা ভেঙে একজোড়া রুলি, ২টা আংটি, একটা চেইন, এক জোড়া কানের দুল, নগদ ১৯ হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। বাড়ির মালিক মনির হোসেন জানান, বাড়িতে না থাকায় সুযোগ বুঝে চোরেরা বাড়িতে প্রবেশ করে আমার নিজের ও মেয়ের বিয়ের জন্য তৈরী করে রাখা স্বর্ণালংকার নিয়ে চলে যায়। আমার স্ত্রী কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখতে পায় ঘরের তালা ভাঙা। বাক্সে রাখা সকল সোনার জিনিষ, টাকা পয়সা কিছুই নেই। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, চুরির ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

