সমাজের আলো : কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিধবার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এসময় তারা বাড়ি ভাংচুরসহ ওই বিধবার পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানা চৌগাছা গ্রামে।ভুক্তভোগী ওই নারীর নাম আনোয়ারা জামান। তিনি চৌগাছা গ্রামে মৃত শেখ তহিদুজ্জামান তোতার স্ত্রী ওই বিধবা আনোয়ারা জামান জানান, প্রায় ২৫ বছর আগের আমার স্বামী শেখ তহিদুজ্জামান তোতা বাইগুনি মৌজার ৬০৬, ৬০৯, ৯৬৫ দাগের ১৭ শতক জমির মধ্যে ৬ শতক জমি আমার চাচাতো ভাসুরের ছেলে কলেজ শিক্ষক ইয়াসিন আলী লাকির কাছে ৪০ হাজার টাকায় বায়না পত্র করে। এরপর থেকে আমারা ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তি পূর্ণভাবে দখল করে আসছিলাম। গত বছর আমার স্বামী হৃদরোগে আক্রান্ত মারা যায়। স্বামীর মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই লাকির নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে আমাদের বাড়ি ভাংচুর করে দখল যজ্ঞ চালায়। ওই দিন পুলিশ এসে ঘটনাস্থল দেখে চলে যায়। সম্প্রতি আমার শাশুড়ি মারা যাওয়ায় সেখানো গেলে তারা পুনারায় আমার বাড়ির সামনে জমিতে বেড়া লাগিয়ে দেয়। আমরা বিষয়টি স্থানীয় মেম্বর চেয়ারম্যানকে জানালে তারা জানতে পেরে আমাদের খুন জখমের হুমকি দেয়। সবশেষে তিনি এই দখলবাজের থেকে মুক্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারার পরিবার ওই জমিতে বসবাস করত সেখানে তাদের একটি বসত ঘর ছিল।
স্বামীর মৃত্যুর পর লাকির ভারটিয়া সন্ত্রাসীরা এসে ওই জমি দখল করে নেয়। আমরা গরীব মানুষ বেশি কিছু বলতে গেলে আমাদের সমস্যা হবে। চৌগাছা গ্রামের সাবেক মেম্বর আব্দুল আজিজ জানান, আনোয়ার স্বামীর তোতা এক সময় ওই জমির জন্য বায়না পত্র করেছিল সেটা জানি কিন্তু জমি রেজিট্রি হয়নি। পরবর্তীতে দু’পক্ষের সম্পর্কের অবনতি হলে আর তারা কোন জমি দিতে রাজি হয়নি। বিষয়ে মিংমাশার চেষ্টা করেছি তবে কেউ মানতে চায়না। আমি তাদের প্রশাসনের কাছে যেতে বলেছিলাম। আনোয়ারার ভাই শিক্ষক আবুল কাসেম জানায়, কুমিরা কলেজের কম্পিউটার শিক্ষক ইয়াসিন আলী লাকি তার স্ত্রী চাকুরির জন্য আমার বোনের স্বামীর কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। বিনিময়ে সে বোনের বাড়ির পাশে ৬ শতক জমির একটি বায়নাপত্র করে দেয়। এরপর সে রেজিট্রির জন্য টালবাহানা করতে থাকে। বছর খানেক আগে আমার বোনের স্বামী মারা গেলে ওই জমি আবার দখল করে নেয় সে। সেই সাথে তার বসত ঘরটিও ভেঙে দেয়। আমরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছিলাম কিন্তু কোন প্রতিকার পায়নি। বিষয়টি নিয়ে ওই কলেজ শিক্ষক ইয়াসিন আলী লাকির সাথে কথা বললে তিনি জানান, ওই সম্পত্তির মালিক আমার বাবা। কোন সময়ে তাদের আমরা বায়নাপত্র করে দিইনি। তারই আমাদের জমিতে জোর পূর্বক ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে। তবে দখলের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান ওই জমি আমার দাদা এক সময়ে এলকার জৈনেক জহরুল সাংবাদিকের পিতা কিনেছিলেন। পরবর্তীতে আমার আব্বা আমানতের মামলা চালিয়ে রায় পায়। পরর্তীতে আমরা আদালতে একটি দখল উচ্ছেদের মামলা করি। সম্প্রতি আদালত সেই মামলার রায় দিলে আদালতের লোকজন স্থানীয় লোকজনদের সহায়তায় সেখান থেকে দখল উচ্ছেদ করে। কোন উপায় না পেয়ে তারা বিভিন্ন জায়গায় এখন উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে।

