সমাজের আলোঃ পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মোশাঃ সুমি বেগম(২৫ )। করোনা পজিটিভ ধরা পড়েছে। রোববার দুপুরে রিপোর্ট এসেছে। করোনা পজেটিভ হওয়ায় তার স্বামীর বাড়িসহ তার বাবার বাড়ি ও আশপাশের ৮/১০টি বাড়ি লকডাউন করা হয়। সে একজন গার্মেন্টস কর্মী। ২ জুন ঢাকা থেকে বাড়িতে আসে।এরপর থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৩ জুন তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। রোববার দুপুরে রিপোর্ট এসেছে সুমি বেগমের শরীরের করোনা পজিটিভ ধরা পড়ে।
পাটকেঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান সুমি খাতুনে বাড়িসহ ১০ টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

