সমাজের আলো: পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ সমাদ্দার আসামী ধরতে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করায় ২ নারী আসামী বিষপানে আত্নহত্যার চেষ্টা করে।পুলিশ ২ আসামী নিয়ে জীবন বাঁচাতে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করেছে। ঘটনার বিবরণে জানা গেছে,আজ বৃহস্পতিবার রাত ৭ টা ৩০ মিনিটের সময় থানার দাদপুর গ্রামে মৃত মোজাম শেখের বাড়িতে ৪ মারামারি এজাহার নামীয় আসামী ধরতে যায়। এ সময় মোজাম শেখের ২ পুত্র শেখ মনিরুজ্জামান (৩২) ও শাহিনুর রহমান( ২৭) বারান্দায় ভাত খাচ্ছিল।পুলিশ তাঁদের কে আটক করে। ঘরে মধ্যে তালা দিয়ে মোজাম শেখের স্ত্রী রুমা বেগম( ৫৮) ও তাঁর কন্যা ছন্দা খাতুন বাঁচার চেষ্টা করলে পুলিশ ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় মা মেয়ে ঘরে থাকা বিষপানে আত্নহত্যার চেষ্টা করে।স্থানীয়রা জানিয়েছেন পুলিশ তাঁদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে এস আই কৃষ্ণপদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ২ ভাই কে আটকের পর তাঁদের ভাইয়েরা বিষপান করতে বলে।তাঁরা বিষ পান করলে তাঁদের কে বাঁচাতে জানালা ভেঙ্গে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি ওয়ার্হেদ মোর্শেদ জানিয়েছেন আমি ছুটিতে আছি।

