শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা বাজারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্হিতি ও নাইট গার্ড নিয়োগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পিবার বিকাল সাড়ে ৫ টায় পাটকেলঘাটা বাজার ব্যবস্হাপনা কমিটির আয়জনে,সরুলিয়া ইউনিয়ান পরিষদ চেয়ারমান ও বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি শেখ আব্দুল হাই এর সভাপত্তিতে, প্রধান অতিথির বক্তব রাখেন, পাটকেলঘাটা থানার অফিচার ইনর্চাজ শেখ মাহমুদ হোসেন,এ উপস্তিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক সোলায়মান কবির,
ব্যবসায়ী অসিম বক্তবে বলেন,তালার জাতপুর বাজার, কেশবপুর বাজার, চুকনগর বাজার সহ আসপাশের সব বাজারে ঢালাই রাস্তা হয়েছে,
সাতক্ষীরার বৃহৎ পাটকেকঘাটা বাজারে কটি কটি টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু বাজারের কোন উন্নয়ন হয় না, কি কারনে জানিনা রাজনৈতিক অথবা বাজার কমিটির অবহেলার কারনে, বাজারের বেহাল দশা, ব্যবসায়ী মহাদেব, উপস্তিত ছিলেন, হাছিবুর রহমান হাছিব, জামাল উদ্দীন, বীজ কালাম, প্রভাষক নাজমুল ইসলাম, জামশেদ আলী,প্রমুখ, সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পদক স,ম আব্দুল লতিফ,




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *