পাটকেঘাটায় প্রতিনিধিঃ পাটকেলঘাটা বাজারে প্রবেশদ্বারে কালভার্ট ভাঙ্গা থাকায় , সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারের প্রবেশদ্বারের পাটকেলঘাটা হাইস্কুল রোডের মুখে কালভার্টটির জরাজীর্ণ অবস্থায়। ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাণিজ্যিক কেন্দ্রের সকল রাস্তার বেহাল দশা হলেও উত্তরণের কোন পদক্ষেপ গ্রহণ করেনি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে – খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাজারে প্রবেশদ্বারের প্রধান সড়ক পাটকেলঘাটা হাইস্কুল রোডের মুখে কালভার্টটি গত ১ .৫ মাস আগে ভেঙ্গে গেলেও তা সংস্কার করা হয়নি। যোগাযোগ ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত পাটকেলঘাটা বাজার। উন্নয়ন তো দূরের কথা সংস্কারই হয়না। তার উপর কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এ যেন ফোঁড়ার উপরে বিষফোঁড়া। পাটকেলঘাটা বাজারে প্রবেশদ্বার ও বিভিন্ন স্থানে প্রত্যেকটি রাস্তা খানা-খন্দে ভরা। প্রতিদিনই নানা দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তারপরেও সরকারের এত উন্নয়ন থাকা সত্বেও, পাটকেলঘাটা বাসী কেন উন্নয়ন থেকে বঞ্চিত । প্রশ্ন পাটকেলঘাটাবাসীর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *