সমাজের আলোঃ তালা উপজেলার পাটকেলঘাটা থানা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির সময় পানি জমে চরমে পৌঁছেছে দুর্ভোগ। রাস্তার এসব খানাখন্দ ইট দিয়ে ভরাট করে চলাচল উপযোগী করল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাটকেলঘাটা বাজারের পাঁচটি পয়েন্টে ইট দিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করেন পুলিশ সদস্যরা।
পাটকেলঘাটার বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল মোমিন জানান, সাতক্ষীরা জেলার মধ্যে পাটকেলঘাটা বাজারটি বাণিজ্যিক একটি বাজার হিসেবে পরিচিত। তবে বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দে ভরা। বৃষ্টির সময় গর্তে গিয়ে পড়েন পথচারীরা। জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ এসব যেন দেখেও দেখেন না। আজ পুলিশ সড়কে ইট দিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে। সড়কে ইট দেয়ার কাজে অংশ নেন থানার পুলিশ সদস্যরা। সেবামূলক কাজ হিসেবে ধরে নিয়ে এ উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।
কাজে অংশ নেয়া পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক শাহাদাতুল ইসলাম বলেন, থানার সকল ফোর্স উৎসাহের সঙ্গে কাজে অংশ নিয়েছে। এটি কোনো ধন্যবাদ পাওয়ার জন্য নয়, ওসি স্যারের উদ্যোগে জনসাধারণের সেবার জন্য এটি করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতেও পুলিশ সদস্যরা সেবামূলক নানা ধরনের কাজ অব্যাহত রেখেছে।
ব্যক্তিগত অর্থায়ন ও থানা পুলিশের সহায়তায় সড়কে ইট দিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ। তিনি বলেন, মনের তাড়নায় কাজ করার উদ্যোগ নিয়েছি। আমি মনে করি, যেখানে চাকরি করি সেটাই আমার বাড়ি। আমার বাড়ির মানুষরা কষ্ট পাবে আর আমি বসে দেখতে পারি না। সেজন্য উদ্যোগ নিয়েই সড়কে ইট দিয়েছি। পাঁটটি পয়েন্টে দেয়ার পর পাঁচটি ট্রলির ইট ফুরিয়ে গেছে। আগামীকাল আবারও দেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *