সমাজের আলো : রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পালিয়ে গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। সেই গুজবকে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন। রাজধানী কিয়েভের রাস্তা থেকে নিজেই ভিডিও ধারণ করে তা পোস্ট করেছেন। তাতে তাকে কিয়েভের রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে।
নিজের এমন ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি। তার ভাষায়- আমার দেশকে আমরা রক্ষা করবো। রাজধানী কিয়েভে রাশিয়ান সেনাদের সঙ্গে যখন তার সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে তখন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটার দিকে জেলেনস্কিকে দেখা যায় কিয়েভের রাস্তায় হাঁটছেন। এর আগে রাতভর সেখানে বিস্ফোরণ হয়েছে।
হয়েছে গুলির লড়াই। একই সঙ্গে এ গুজবও তিনি উড়িয়ে দিয়েছেন যে, তার সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। উল্টো তার সেনারা দেশরক্ষায় নিজেদের নিয়োজিত করেছে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। সূত্র অনলাইন বিবিসি

