সমাজের আলোঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্মসচিব খুরশীদ আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ শনিবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সর্বশেষ যুগ্মসচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে তিনি পিআরএলে গেছেন। খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর গত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এরআগে গত ২৯শে জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *