সমাজের আলোঃ পৃথিবীর সব থেক হৃদয়বিদারক দৃশ্য মনে হয় এটি, করোনায় মারা যাওয়া পিতার লাশের পাশে একমাত্র হাফেজ সন্তান। পাড়াপ্রতিবেশি কিংবা আত্মীয়স্বজন কেউ আসেনি। কোরআনের হাফেজ সন্তান পিতার লাশের দাফন ও কাফনের কাজ একাই সম্পন্ন করলেন।

করোনায় দেখিয়ে দিলো কেউ কার নয়। পিতার জিন্দেগী ধন্য অন্তত একটা ছেলে আলেম রেখে যেতে পেড়েছে।
ছবিটি নয়া দিল্লি ভারত এর l হে্ আল্লাহ্  আমাদের সকলকে এই মহামারির করোনা ভাইরাসের মৃত্যুর হাত থেকে রক্ষা করুন।
ছেলেমেয়েদের দ্বীনি শিক্ষা দেয় আলেম ওলামা বানাই l এত পি.এইচ.ডি ডিগ্রী দিয়ে কি হবে যে পিতামাতার জানাজা দাফন কাফন করতে পারে না l




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *