সমাজের আলো। ।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কোব্বাত মেম্বার বাড়ি এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম নাজমা আকতার (৬) ও ইয়াসমিন আকতার (৩)। তারা একই এলাকার মো. ওমরের কন্যা। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে দুই শিশুর মা তাদের খুঁজতে গিয়ে পুকুরে নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাদের পানি থেকে তুলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এম এ জুয়েল বলেন, বিকেলে স্থানীয় একটি পুকুরে খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে পুকুরে ভেসে থাকা অবস্থায় তাদের দেখতে পায়। বিকেলে কোনো একসময়ে পুকুরে খেলতে নামলে পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর জেনেছেন জানিয়ে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।

