সমাজের আলো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে পুরাতন সাতক্ষীরা ৩ ওয়ার্ডে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মো. জাহিদ হাসান আলতুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, যুব নেতা মীর মহিতুল আলম, পুরাতন সাতক্ষীরা বাজার কমিটির সভাপতি তাইফুল ইসলাম, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাদের প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাইদুর রহমান অপু, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ,  পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র দাস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *