সমাজের আলো : উপজেলার দুই পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ পালিয়েছেন মো.বরকত নামের এক তরুণ। পুলিশের দাবি, হামলা চালিয়ে ওই ব্যক্তির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন ও মো. জামালউদ্দিন।শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাটি গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত বরকত ওই গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, ২১ বছর বয়সী বরকত মানসিকভাবে অসুস্থ।প্রত্যক্ষদর্শী পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন বলেন, সন্ধ্যায় পুলিশ সদস্য মঞ্জুর গ্রামে গিয়ে বরকতের এক হাতে হাতকড়া পরান। তখন বরকত আরেক হাত দিয়ে মঞ্জুরকে ঘুষি দেন। ওই সময় পুলিশ সদস্য জামালউদ্দিন বরকতের আরেক হাত ধরে ফেলেন। বরকত তখন হাতকড়া পরা হাত দিয়ে জামালউদ্দিনের মাথায় আঘাত করে পালিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *