সমাজের আলোঃ গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড আরও ১০৬ জন পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭১৮ জনে।
করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৯ সদস্য। এদের ১৮ জন পুলিশ ও ১ জন পুলিশে সংযুক্ত সিভিল কর্মকর্তা।
মঙ্গলবার (৯ জুন) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে- আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৮৮৫ জন। বর্তমানে সারা দেশে বর্তমানে পুলিশের আট
পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে।

