সমাজের আলো: ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ব্রাকে নাঈম নামের এক কনস্টেবলের ট্রাঙ্ক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কনস্টেবল নাঈমকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। পাকশি রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সাহাবউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যক্তিগত ট্রাঙ্কে পাওয়া ফেনসিডিলের ব্যাপারে জিজ্ঞাসা করলে কনস্টেবল নাঈম তা স্বীকার করেনগত কয়েক দিন আগে রাজশাহী থেকে ঢালারচর গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিল ঈশ্বরদী রেলওয়ে পুলিশ। কনস্টেবল নাঈম ঈশ্বরদী রেলওয়ে থানার কম্পিউটার অপারেটর। ওইদিনের উদ্ধার হওয়া ফেনসিডিল থেকে নাঈম ২৫ বোতল সরিয়ে রেখেছিল বলে ধারণা করছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *