সমাজের আলো : সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরধরে বসতবাড়িতে হমলা ভাংচুর, লুটপাট ও এক জনকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
আহতের নাম হায়দার আলী (৩৫) তিনি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার বলাডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দিয়েছে আহতের ভাই মোঃ আবু হেলাল।এজাহার সূত্রে জানাযায়, গত ১ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টারদিকে পূর্ব শত্রুতার জেরধরে বলাডাঙ্গা গ্রামের মোঃ খালেক সরদারসহ তার ছেলে মোঃ রকি সরদার, রকিব হোসেন ও তার ছেলে মোঃ রনি হোসেন, আব্দুল মালেকের ছেলে রিপন হোসেনসহ ৫-৬ জন ধারালো দা, লোহার রড, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে দলবদ্ধ হয়ে হায়দার আলীর বসতবাড়িতে হামলা ও লুটপাট চালায়।লুটপাট ভাংচুরে বাঁধা দিলে বাড়ির মালিক হায়দার আলীকে টানাহেছড়া করে ঘর থেকে বাইরে নিয়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ মারে। মাটিতে পড়ে গেলে হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে তারা। ঠেকাতে গেলে হামলাকারীরা হায়দার আলীর স্ত্রী স্বপ্না খাতুনকেও পিটিয়ে আহত করে। এসময় তাদের আত্মচিৎকারে আসপাশের লোকজন চলে আসলে হায়দার আলীকে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।হায়দার আলীর ভাই মোঃ আবু হেলাল বলেন, আমার ভাই কে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তারা। এসময় বসতবাড়ি ভাংচুর করেছে, ঘরে শোকেজে থাকা এক লাখ ৫০ হাজার টাকা ও ভাইয়ের স্ত্রীর গলায় থাকা আট আনা ওজনের সোনার চেন ছিনিয়ে নেয় তারা। এখন আমার ভাই হায়দার আলী মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আমি থানায় লিখিত এজাহার দিয়েছি। হামলা ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, এজাহার পেয়েছি অভিযুক্ত দের আটকে করতে কাজ করছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *