সমাজের আলো : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পেটের ভিতরে বহন করে আনা সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-২। আটকরা হলেন- মামুন মল্লিক (৩৮) ও দীপ্ত হালদার ওরফে দীপ (২৫)।গতকাল বৃহস্পতিবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। সেখান থেকে সন্দেহভাজন দুই মাদককারবারিকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা জানায়, বিশেষ কৌশলে তারা ছোট পলিথিনের পুঁটলি তৈরি করে মুখ দিয়ে গিলে পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন। তাদের পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার এক্সরে করে পায়ুপথ দিয়ে আসামিদের পেট থেকে ১১০টি পুঁটুলি থেকে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়

