মো: রাহাতুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া ব্যাক্তির মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল। নিহত ব্যাক্তি সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মহিবুল্লাহ (৪২) । তিনি সদর উপজেলার মাছখোলা গ্রামের মো: দ্বীন আলীর পুত্র। রোববার (২২ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও আরো একজনসহ তিনজন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১১ টারদিকে নিখোঁজ মহিবুল্লার মরদেহ উদ্ধার করেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

