শহিদ জয়,যশোর
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বরং মানবিক কারণে জেল কোড অনুযায়ী কারাফটকে তার নিহত স্ত্রী ও শিশু পুত্রের লাশ একনজর দেখার সুযোগ দেওয়া হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
এক যৌথ প্রতিবাদলিপিতে জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষ জানায়,পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কল্পকাহিনি তৈরি করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য।
সূত্র জানায়,গত ১৫ ডিসেম্বর বাগেরহাট জেলা কারাগার থেকে জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানেই অন্তরীণ রয়েছেন। জেল কোড অনুযায়ী এর আগেও স্বজনরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত শনিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে এসে প্রবেশের অনুমতি চায়। কারারক্ষীরা জানতে পারেন, অ্যাম্বুলেন্সে দুটি কফিনে সাদ্দামের স্ত্রী সুবর্ণ স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু পুত্রের লাশ রয়েছে। পরিবারের সদস্যরা বন্দি সাদ্দামকে লাশ দুটি একনজর দেখানোর উদ্দেশ্যে বাগেরহাট থেকে যশোরে আসেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগারের জেলর আবিদ আহমেদ ও সুপার মোহাম্মদ আসিফ উদ্দীন জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ কারাফটকে দ্রুত লাশ দেখানোর ব্যবস্থা করে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবিদ আহমেদ বলেন, “প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। প্রচলিত জেল কোড অনুসরণ করেই বন্দিকে কারাফটকে এনে লাশ দেখানো হয়েছে।”
কারা সুপার মোহাম্মদ আসিফ উদ্দীন বলেন, “প্যারোলে মুক্তি সংক্রান্ত সংবাদগুলো সত্য নয়। মূল ঘটনাকে আড়াল করতেই এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।”
যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এক বিবৃতিতে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বা কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো লিখিত বা মৌখিক আবেদন করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কারাগারে বন্দির ছবি ও চিঠির সঙ্গে যশোর কেন্দ্রীয় কারাগারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন।
নিহত সুবর্ণ স্বর্ণালীর চাচা আজিম হোসেন জানান, সাদ্দাম বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একরাম হাওলাদারের ছেলে এবং সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ছিলেন। প্রায় পাঁচ বছর আগে তিনি জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে সুবর্ণ স্বর্ণালীকে ভালোবেসে বিয়ে করেন।
পারিবারিক সূত্রে জানা যায়,২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাদ্দাম গোপালগঞ্জে আত্মগোপনে থাকাকালে পারিবারিক কলহ চরমে ওঠে। পরে গত বছরের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। সাদ্দাম কারাবন্দি থাকা অবস্থায় স্বর্ণালী একটি পুত্র সন্তানের জন্ম দেন।
গত ২৩ জানুয়ারি শুক্রবার দুপুরে বাগেরহাটে স্বর্ণালী প্রথমে তার ৯ মাসের শিশুপুত্রকে পানিতে চুবিয়ে হত্যা করে পরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
সাদ্দামের চাচাতো ভাই সাগর ফারাজী গণমাধ্যমকে জানান, জানাজা ছাড়াই লাশ দুটি অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে সাদ্দামকে শেষবারের মতো লাশ দেখিয়ে তারা বাগেরহাটে ফিরে যান।
এ ঘটনায় বাগেরহাট সদর থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহত স্বর্ণালীর পিতা রুহুল আমিন হাওলাদার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে

