সমাজের আলো। ।হঠাৎই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। একদিন আগেও যেখানে বেশ গরমের অনুভূতি ছিল, সেই আবহাওয়ায় এখন শুরু হয়েছে শীতের আমেজ। খোদ রাজধানীতেও শীত শীত ভাব। গ্রাম বাংলায় শীতের অনুভূতি ভালভাবেই বোঝা যাচ্ছে। দিনের রোদের প্রচ-তা কেটে গেছে। আগের মতো আর গরমের ভাব নেই। আবহাওয়া অফিসের হিসেবে দেখা গেছে দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। তারা জানায়, আগামী কয়দিনেই রাতের তাপমাত্রা আরও কমবে। ফলে এই সময়ের মধ্যে রাতে শীতের অনুভূতি ভালই বোঝা যাবে। যদিও ঋতুর হিসেবে শীত আসতে এখনও বাকি দেড়মাস। তবে বৈচিত্র্যের কারণে গ্রাম বাংলায় অনেক আগেই শীত নেমে যায়। তবে এবার বর্ষার (মৌসুমি বায়ু) বিদায়ে বিলম্ব হওয়ার কারণে দেরিতে শীতের অনুভূতি শুরু হয়েছে। এছাড়া গোটা অক্টোবরজুড়ে নিম্নচাপ এবং লঘুচাপের প্রভাব থাকার কারণে বাতাসে জলীয় কণার উপস্থিতি বেশি ছিল। এ কারণে দিন ও রাতে এতদিন শীতের অনুভূতি ছিল না বললেও চলে। শেষ পর্যন্ত নবেম্বরের ৩ তারিখ থেকেই সব জটিলতার অবসান হয়েছে। বাতাসে শীতল অনুভূতি শুরু হয়েছে।
