সমাজের আলো : শ্রীনগরে আড়িয়ালবিল এলাকার একটি পুকুর থেকে পারভিন বেগম (৩৫) নামক এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী অহিদুল মুন্সী (৪০)।আজ শুক্রবার বিকেল ৪টায় শ্রীনগর থানায় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনার বিস্তারিত জানিয়ে এ প্রেস ব্রিফিং করেন।সাংবাদিকদের তিনি বলেন, শ্রীনগর উপজেলার বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গা এলাকার ভ্যানচালক অহিদুল মুন্সী জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের ফাঁসাতে নিজের স্ত্রী পারভিন বেগমকে হত্যার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে গত বুধবার রাতে স্ত্রীকে কৌশলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আড়িয়ালবিল সংলগ্ন কামলার বিলে নিয়ে যায়। সেখানে রাত আড়াইটার দিকে স্ত্রী পারভিন বেগমকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করে।

