মোঃ রাহাতুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার বন্ধুদের নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২- পালিত হয়েছে।

আজ বুধবার (২৭-শে জুলাই ) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্ন পুকুর ধারে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগের শুভ সূচনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী।

এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র মন্ডল, মোস্তাফিজুর রহমান, শেখ হাবিব,মোঃ ইমন, কর্ণ বিশ্বাস, সাফায়েত আহমেদ, সুরাইয়া ইসলাম, দ্যা এডিটরসের ক্যাম্পাস প্রতিনিধি তারিক ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী বলেন, প্রথম আলো বন্ধুসভা শুরু থেকেই নানান ব্যাতিক্রমী ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগানো ও গাছের প্রতি ভালোবাসা তৈরিতে বন্ধুসভার এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে রোপণকৃত গাছগুলো শিক্ষার্থীদের পরিচর্যায় বেড়ে উঠুক। ফুলে-ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ। শুধু মানুষ নয় পশুপাখিসহ প্রকৃতির সবই এর সুফল পাবে। এই শুভ উদ্যোগে আমাকে সামিল করায় প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা পরিবারকে ধন্যবাদ জানাই।

পরে ক্যাম্পাসের সড়কে পাশে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *