সমাজের আলো : হাফিজুর রহমান ওরফে স্বপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র-১ হাফিজুর রহমান ওরফে স্বপনের পদ স্থগিত করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।জানা যায়, গত ৫ জুন টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় একটি জমি পরিমাপকে কেন্দ্র করে ওই জমির মালিকের জামাতা মফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন প্যানেল মেয়র হাফিজুর রহমান। এ সময় মফিজুরকে হাফিজুর বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মানি না।’ এ সময় তিনি নানা ‘অশ্লীল’ বক্তব্যও দেন। তার কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।ওই ঘটনার চারদিন পর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে হাফিজুরের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান ওরফে মোর্শেদ। এ ছাড়া মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় আকুরটাকুরপাড়ার প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই অভিযোগে ১৩ জুন তাকে টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকেও বহিষ্কার করা হয়।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক