সমাজের আলো : ফ্রান্স সফরের সমাপনী সংবাদ ব্রিফিংয়ে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। মন্ত্রীর ভাষ্যটি ছিল এমন ‘ইউরোপীয় দেশটি বাংলাদেশের সরকার প্রধানের প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরে শেখ হাসিনা যে সম্মান পেয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্র অথবা সরকার প্রধান তা পাননি। প্যারিস সফরকালে শেখ হাসিনার সম্মানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরে ড. মোমেন বলেন, ফরাসি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, বিমানবন্দর এবং এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

