শাহারুল আমিন : মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাওয়া কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামে কাজি নূর আলমের বসত ঘরে আজ দুপুরের খাবার খেয়ে নূর আলমের ইচ্ছাপূরণ করলেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।
মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য একটি ঘর চেয়ে ২০১৮ সালে কৃষি শ্রমিক কাজী নুর আলম সরকারের কাছে আবেদন করেছিলেন। তখন তিনি ছিলেন ভূমিহীন ও গৃহহীন। তিন বছর পর আবেদনে সাড়া দিয়ে গত বছর ২০ জুন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পে একটি দুই রুমের সেমিপাকা ঘর তাকে বরাদ্দ দেওয়া হয়।

এটি ছিল মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার। সেখানেই তিনি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন।পাশে আরো তিনটি পরিবার প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে বসবাস করে আসছে। কাজী নুর আলম জানান, এই ঘর তার ভাগ্য বদলে দিয়েছে। তার পিতাও ছিলেন কৃষি শ্রমিক ও ভূমিহীন। তিনি জানান, এলাকারই একটি ঝুপড়ি ঘরে সামান্য ভাড়া দিয়ে বসবাস করতেন পরিবার নিয়ে। দিনের আয় দিয়েই জীবন চলত তার।প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়ার পর নুর আলমের ইচ্ছা জাগে এলাকার সংসদ সদস্যকে বাড়িতে দুমুঠো খাওয়ানোর। নুর আলমের ইচ্ছাপূরণে সাড়া দেন সংসদ সদস্য । দুপুরবেলায় যথারীতি হাজির হলেন সংসদ সদস্য জগলুল হায়দার।নুর আলমকে সাথে নিয়ে দাওয়াতি মেহমানদের সঙ্গে খাওয়া-দাওয়া করলেন তিনি ।

পরে কাজি নূর আলম সহ তার পরিবারের সকল সদস্যদের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য দোয়া চান সংসদ সদস্য । এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কুশলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কুশলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবির, কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নীলু কাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *