সমাজের আলো : সদর উপজেলার বারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আখতারের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সরমঞ্জাম বিক্রয় করার অভিযোগ উঠেছে। গত ৩ জানুয়ারি সকালে বিদ্যালয়টির কর্মরত শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটিসহ উর্দ্ধতন কর্মকর্তাদের অগোচরে ওই সরমঞ্জাম (৩টি ফ্যান) বিক্রয় করেন তিনি।বিষয়টি জানাজানি হলে তোপের মুখে পড়েন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এ ব্যাপারে ওই বিদ্যালয়ে তথ্য সংগ্রহে গেলে বিদ্যালয়ের ব্যবহৃত তিনটা ফ্যান বিক্রয়ের সত্যতা মিলে। এব্যাপারে প্রধান শিক্ষক শাহানা আক্তারের সাথে যোগাযোগ করা হলে নিজেকে নির্দোষ দাবী করেন। তবে বিদ্যালয়ের দপ্তরী দীপংকার কুমারের বেতন আটকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাকি তাকে দিয়ে এ নিয়ম বহির্ভূত কাজ করাতে বাধ্য করেছেন তিনি। প্রধান শিক্ষক শাহানা আক্তার বলেন, বিগত মাসিক সভায় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেই ফ্যান বিক্রয় করেছেন। যেটা রেজুলেশন খাতায় সংরক্ষিত করা আছে বলে দাবি করেন তিনি।রেজুলেশন খাতা দেখতে চাইলে সেটা দেখাতে ব্যর্থ হন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকুমার সরকার, সদস্য অশোক কুমার, বিদ্যালয়টির সহকারি শিক্ষক মোর্শেদুল আলমসহ অন্যান্যাদের সাথে কথা বলে জানা যায়, বিগত মাসিক সভায় ফ্যান বিক্রয় করার কোন কথা উপস্থাপন করা হয়নি। বরং ওই সভাটিও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের জন্য হয়েছিল। এদিকে বিদ্যালয়ের দপ্তরী দীপংকর কুমার জানান, তিনি হুকুমের গোলাম। বিগত সময়ে প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদ করায় আমার বেতন আটকিয়ে দিয়েছেন তিনি। এবিষয়ে উদ্ধর্তন কর্মকর্তাকে অবগত করেছি। তবে এখনও কোন ফলাফল পায়নি। কিন্তু, ১১জনের সংসার আমার। পুরো সংসারটা আমাকে চালাতে হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অগোচরে প্রধান শিক্ষককে সহযোগিতা না করলে তিনি আমার বেতন শীটে স্বাক্ষর করবেন না বলে জানান। পুরো পরিবারকে তো আর চোখের সামনে না খেয়ে মরতে দেখতে পারিনা। একারণে না চাইতেও তাকে সহযোগিতা করতে হয়েছে। পরবর্তীতে অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে পুনরায় জানতে চাইলে এসময় অভিযুক্ত প্রধান শিক্ষক সংবাদটি না করতে প্রতিবেদকে অনুরোধ করেন। এব্যাপারে সহকারি উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যেটা বিভাগীয়ভাবে তদন্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটির ফ্যান বিক্রয় করার বিষয়ে তিনি অবগত নন।
