সমাজের আলো: কঙ্গোর পূর্বাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাতের পর দক্ষিণ কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী খনিটি শুক্রবার নস্থানীয় সময় বেলা তিনটায় ধসে পড়ে। নিহতদের বেশির ভাগই তরুণ। জানা যায়, গত কয়েকদিন থেকে ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

