শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালার জেঠুয়া বাজারের সন্নিকটে প্রবল জোয়ারে কপোতাক্ষ নদের বাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোনো মুহুর্তে বাঁধটি ভেঙ্গে ২টি ইউনিয়নের অনন্ত ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।এলাকায় সরেজমিন পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তালার শালিখায় টিআরএম প্রকল্পের সংযোগ মুখ বেঁধে দেয়ার কারণে প্রবল জোয়ারের স্রোত জেঠুয়া বাজারের সন্নিকটে কপোতাক্ষ বাঁকে আঁছড়ে পড়ছে। ফলে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। যে কোনো মুহুর্তে এ বাঁধটি ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে।
স্থানীয় আইডিয়াল কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস, এলাকাবাসি জবেদ আলী, ওলিউর রহমান, স.ম আহাদ, মাফাজ্জেল হোসেন, কার্তিক চন্দ্র রায়, ব্যবসায়ী সুকুমার ঘোষ, আবুল কালাম, আলতাফ হোসেন জানান, কপোতাক্ষের প্রবল স্রোতের কারণে জেঠুয়া বাজর সংলগ্ন স্থানে যে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে তা শীঘ্রই সংস্কার প্রয়োজন। তা না হলে এই বর্ষা মৌসুমে যে কোন মূহুর্তে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে জেঠুয়া বাজার, জালালপুর, নেহালপুর, ধূলাণ্ডা, বারুইপাড়া, চরগ্রাম, কৃষ্ণকাটি, আটঘরা, কানাইদিয়া ও জেটুয়া গ্রাম সহ ১০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়বে। এলাকার ৩টি বাজার, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, এতিমখানা, সমজিদ,মন্দির, মাদ্রসা সহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হবে। পানিবন্ধী হয়ে পড়বে অত্র এলাকার মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *