সমাজের আলো : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা গলায় পরিয়ে মারপিটের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়াসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি সদস্য কাওছার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।সিংগাতি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার বিকালে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মোল্লাহাট থানায় চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

