সমাজের আলো। টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও-ছবি দিয়ে জিম্মি করে টাকা আদায় করতেন এক যুবক। তিনি ওই গৃহবধূকে হত্যার হুমকিও দেন। কিন্তু শেষ রক্ষা হলো না তার। অভিযুক্ত বখাটে যুবক মঞ্জুর রহমানকে (২৬) গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বুধবার দিবাগত রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মঞ্জুর রহমান উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের ইন্নছ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, স্বামী বিদেশ থাকার সুবাদে হাড়িয়া গ্রামের ইন্নছ আলীর ছেলে মঞ্জুর রহমানের কুনজর পড়ে ওই গৃহবধূর ওপর। মঞ্জুর তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি এবং ভয়ভীতি দেখাতেন। একপর্যায় ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ওই গৃহবধূ। প্রেমের ফাঁদে ফেলে তার বাড়িতে গিয়ে কৌশলে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন এবং আপত্তিকর ছবি তুলেন।

