সমাজের আলো : প্রশাসনিক কারনে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক দীপক কুমার সাহা কে বান্দরবনে বদলি করা হয়েছে। গত ২৪ আগষ্ট ২০২৩খ্রী: তারিখ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পার -২ শাখার ৬৪ নং স্মারক তারিখ-২৪/০৮/২০২৩খ্রী: মোতাবেক দীপক কুমার সাহা কে সাতক্ষীরা থেকে বান্দরবন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। ঐ প্রঞ্জাপনে রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয় আগামীকাল ২৭/০৮/২৩ খ্রী: তারিখে ঐ কর্মকর্তা অবমুক্ত হবেন। অন্যথায় ২৭/০৮/২০২৩খ্রী: তারিখ হতে অপরাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবেন।তবে এবিষয়ে জানতে একাধিকবার দীপক কুমার সাহার সরকারি টেলিফোনে ফোন দিয়ে চেষ্টা করেও তাকে পাওয়া যান নি।

তবে একাধিক সুত্র বলছে সীমাহীন দূর্ণীতি, নিয়োগ বাণিজ্য ও বদলি বানিজ্যের কারনে দীপক কুমার সাহা কে বান্দরবন জেলায় স্টান্ড রিলিজ করা হয়েছে।খোজ নিয়ে জানা যায়, তার হিসাব রক্ষক জিল্লুর সহযোগীতায় তিনি জেলা ব্যাপী নিয়োগ বানিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।তাছাড়া ডেপুটেশন বানিজ্য, স্টার্ফদের হয়রানী করাই ছিলো তার প্রধান কাজ।জেলার জনপ্রতিনিধি দের কোন লিগ্যাল তদবীর তিনি আমলে নিতেন না।সব সময় ড্যামকেয়ার মনোভাব নিয়ে তিনি চলতেন। তার ব্যবহৃত সরকারী গাড়িটি সরকারি ড্রাইভার দিয়ে চালানোর কথা থাকলেও তিনি একজন ব্যক্তিগত ড্রাইভার দিয়ে সরকারি পাজেরু গাড়িটি চড়তেন ।শুধু তাই না সরকারী গাড়ি টি তিনি পারিবারিক কাজেও ব্যবহৃত করতেন। নাম প্রকাশ না করার শর্তে ঐ অফিসের স্টার্ফ বলেন,ডিডি সাহেব ড্রাইভারের বেতন দিতেন সাত উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার ও মেডিকেল অফিসারদের কাছ থেকে মাসে ২ হাজার করে চাঁদা নিয়ে ড্রাইভার কে মাসিক বেতন দিতেন।খোজ নিয়ে আরো জানা যায়,ধান্ধাপাতি ভালো হলে মাঝে মধ্যে ডিডি সাহেব অফিসের নিচের তলায় খাশি জবাই করে ভূড়িভোজের আয়োজন করেন।আরো জানা যায় অফিসের যত রকমের দূর্ণীতি সব ই তার হিসাব রক্ষক জিল্লুর মাধ্যমে করে থাকেন।দূর্ণীতি গ্রস্ত এই উপ-পরিচালকের নামে চলতি বছর সাতক্ষীরা রাজ্জাক পার্কে দূণীতি দমন কমিশনের গণশুনানি তে প্রকাশ্যে লিখিত অভিযোগ তুলে ধরেন ভোরের ডাক প্রত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মসিউর রহমান ফিরোজ।
