সমাজের আলো।। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় পোশাক, মাদক ও বহনকারী যানবাহন আটক করেছে বিজিবি সদস্যরা।
জানা যায়, গতকাল ১২ অক্টোবর ২০২৫ তারিখ রাতে ভারতীয় খৈল বোঝাই ট্রাকে খৈলের বস্তার মধ্যে শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ী, থ্রী-পিস, ব্লাউজ ও ফেনসিডিল লুকিয়ে আনা হচ্ছে। । এমন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা ভোমরা স্থল বন্দর ১নং গেইটের নিকট অবস্থান করে। এ সময় ভারতীয় ট্রাক (WB-57D6151) গাড়ীর চালক মোঃ লিটন মিয়া এবং হেলপার মোঃ সাগর মিয়া, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, ভারত ট্রাকটি বিজিবি চেকপোষ্টে ভারতীয় খৈল ৩০ টন রয়েছে মর্মে লিপিবদ্ধ করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। বন্দরে যানজট থাকায় গাড়িটি ফলমোড় নামক স্থানে অবস্থান করে।
