সমাজের আলো : সপ্তম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক মেম্বার প্রার্থীকে জেতাতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে গোপন চুক্তির অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিওতে ওই প্রার্থীকে জেতাতে নির্বাচন কর্মকর্তাকে পাঁচ লাখ টাকা চাইতে শোনা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।অভিযুক্ত মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তার নাম আব্দুল হান্নান। উপজেলার বালারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলামের সঙ্গে তার লেনদেনের অভিযোগ উঠেছেরফিকুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ভোটযুদ্ধে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে রফিকুলকে জয়ী করতে ভোটকেন্দ্র থেকে প্রতিপক্ষের লোকজনকে বের করে দেওয়া এবং ভোটের আগেই অন্তত ৩০০ ব্যালট পেপার সরবরাহের চুক্তি করেছেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।ফাঁস হওয়া ১৩ মিনিটের ওই অডিওতে শোনা যায়, আব্দুল হান্নান ওই ইউপি মেম্বার প্রার্থীকে বোঝাচ্ছেন নির্বাচন করতে গেলে প্রতিদিনই ১০ হাজার করে টাকা ব্যয় হবে। তাতে পাঁচ থেকে ১০ লাখ টাকা খরচ হবে। সেটি করলেও তাতে নির্বাচিত হওয়ার কোনো গ্যারান্টি নেই। বরং তার সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি করলে তিনি যেভাবেই হোক তাকে জিতিয়ে দেবেন। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও প্রশাসনের সহযোগিতায় রফিকুলকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন আব্দুল হান্নান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *