সমাজের আলো। ।আগৈলঝাড়া প্রেমিকার বাড়িতে রাত কাটাতে গিয়ে আবুল বাশার মো. তারেক (৪০) নামের এক কথিত সাংবাদিক পুলিশের হাতে আটক হয়েছে। ওই নারীকে বিয়ের শর্তে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান তিনি। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাহুতপাড়া গ্রামের মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে তালাকপ্রাপ্ত প্রেমিকার বাড়িতে প্রায়ই রাত কাটাতেন বিমানবন্দর থানা এলাকার রহমতপুর গ্রামের বাসিন্দা আবুল বাশার মো. তারেক। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী অতিষ্ট হয়ে গত মঙ্গলবার রাতে ওই প্রেমিকার সঙ্গে দেখা করতে বাসায় এলে আগৈলঝাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান অভিযান চালিয়ে তারেককে আটক করে। আটক তারেক থানায় বসে নিজেকে মুসলিম টাইমস ও এশিয়া বানীর সাংবাদিক পরিচয় প্রদান করে। তারেক জানায়, সে দৈনিক আজকালের খবর পত্রিকার ব্যুরো চিফ হিসেবে কাজ করেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আজকালের খবর পত্রিকায় সে কখনো কর্মরত ছিল না। তার দেওয়া পরিচয় ভুয়া।
