সমাজের আলোঃ সিলেটের বিয়ানীবাজারে আপন চাচী ও তার পরকীয়া প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হয়েছে ৩ বছরের বয়সী শিশু সাহেল আহমদ সোহেল। চাচীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলার অপরাধে খুনের শিকার হয় শিশুটি।রোববার সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহেল আহমদ সাহেল একই এলাকার খছরু মিয়ার ছেলে।
পুলিশ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘাতক চাচী সুরমা বেগম (৩৮) ও তার পরকিয়া প্রেমিক নাহিদুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে আজ সোমবার (০৮ জুন) আদালতে প্রেরণ করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় চাচী ও তার পরকিয়া প্রেমিক শিশু সায়েলকে খুনের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

