সমাজের আলো : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘প্রেমের স্বীকৃতি’ চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করার সময়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া সেই তরুণী মারা গেছেন।
ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে ভর্তি ছিলেন।
ওই তরুণীর নাম মোছা. হাবিবা আক্তার (২৪)। তিনি উপজেলার চেংজানা গ্রামের বাসিন্দা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ‘নিহতের বড় ভাই মো. মঞ্জিল হক আজ বেলা ১১টার দিকে তার বোনের মৃত্যুর বিষয়টি অবগত করেছেন। ঢাকায় নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। নিহতের ভাইয়ের করা মামলাটি তদন্তাধীন।

