সাতক্ষীরায় নানা আয়োজনে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন
শিশুদের মাঝে গাছের চারা বিতরণ, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সাতক্ষীরায় চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আই দর্শক ফোরাম, সাতক্ষীরার সভাপতি প্রয়াত মো. আনিসুর রহিমের সহধর্মিনী সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম।
বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ পবীত্র মোহন দাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদস্য শাহানাজ পারভীন মুন্নি, সাংবাদিক দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈশাখী টিভির শামীম পারভেজ, মোহনা টিভির আব্দুল জলিল, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ল স্টুডেন্ট ফোরামের সালাউদ্দিন রানা, জেলা নাগরিক কমিটির আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংবাদিক মুনসুর রহমান, আলী মুক্তাদা হৃদয়, মকবুল হোসেন, শেখ বেলাল হোসেন, আসাদুজ্জামান সরদার, আব্দুর রহিম, শাহজাহান কবির, মহব্বত হোসেন, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক কর্মচারী অভিভাবকবৃন্দ, ল স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ, উত্তরণ ও হাসিমুখ-সেঞ্চুরির কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরার সাধারণ সম্পাদক শেখ হারুণ অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান শেষে ২০০ শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা এবং হাসিমুখ সেঞ্চুরি নামক একটি সংগঠনের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *