সমাজের আলো: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে শক্তভাবে মাঠে নেমেছেন হিলারি ক্লিনটন। এসময় তিনি সতর্কতা জানিয়ে বলেন, সবাই ভোট দেবেন যাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট ‘চুরি’ করতে না পারেন। নিউ ইয়র্কের চ্যাপাকে নিজের বাসা থেকে বক্তব্য রাখেন সাবেক ফার্স্টলেডি, পররাষ্ট্রমন্ত্রী ও গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে ভোট চেয়ে হিলারি বলেন, আমি চেয়েছিলাম ট্রাম্প ভাল একজন প্রেসিডেন্ট হবেন। কিন্তু দুঃখজনক হল, তিনি যা ছিলেন, তিনি তা-ই। যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি ধৈর্য ধারণ করবেন, স্থির সংকল্প আছে এবং হোয়াইট হাউজের নেতৃত্ব আছে। আর এখন সে যোগ্যতা জো বাইডেনের রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *