সমাজের আলো।। জুলাই সনদের আইনি ভিত্তি ও ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সকাল সাড়ে ১০টার পর তারা জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন। বৃহস্পতিবার রাত থেকেই তারা সংসদ ভবনের সামনে অবস্থান করেছেন। ফটক টপকে ভেতরে ঢুকে তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েছেন। এরপর তাদেরই একজন প্রতিনিধি শান্ত হবার অনুরোধ করেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা এখন মঞ্চে অবস্থান করছেন।
