আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে আজ (১০জুলাই) পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও সঙ্গীয় এসআই আসিফ মাহমুদ ও ফোর্স এর সহায়তায় ২৬ জুন দেবহাটা থানায় করা ৯ নং মামলার ধারা-৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড এর ভিকটিম ইজিবাইক চালক মনিরুল ইসলামকে হত্যা করে যে ইজিবাইকটি ছিনতাই করা হয়, সেটি দেবহাটা থানাধীন কামটা গ্রামের মৃত্যু সনথ সেনগুপ্তর ছেলে কৌশিক সেন গুপ্ত এর পুকুর এবং হাসড়া খোলা সমাধিস্থলের বাগান থেকে কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের শহর আলির ছেলে মোঃ রমজান আলীর স্বীকারউক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে।

