সমাজের আলো: বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মৃত্যুর ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার নিহত বীর মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি শ্রেনীভুক্ত করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ কুদ ই খোদা, আলোচিত হালিম, ওর্য়াড মাষ্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ হোসেন।
প্রসঙ্গত সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওষুধ নিতে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত রবিবার লিফটের ভিতর থেকে গন্ধ বের হয়। পরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর গলিত লাশ উদ্ধার করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। প্রতিবাদ উঠে মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের পক্ষ থেকে।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

